খাগড়াছড়িতে ৫’শ পরিবারে সেনাবাহিনীর ঈদ উপহারসামগ্রী বিতরণ

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অংশ হিসেবে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে জেলা সদরের খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে গরীব, অসহায়, হত-দরিদ্র মানুষের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে। এই ঈদ উপহার সামগ্রী বিতরণের মূল উদ্দেশ্য হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘব করা, সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা। নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা। সেনা ও সাধারণ জনগণের মাঝে সম্পর্ককে আরও সুসংহত করা।’
শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।
এদিকে ঈদ উপহার পেয়ে সুবিধাভোগীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর এমন উদ্যোগকে সাধুবাদ জানান।।