জালিয়াতির মামলায় সু চি’র ৩ বছরের কারাদণ্ড
২০২০ সালের নভেম্বরের মিয়ানমারের সাধারণ নির্বাচনে জালিয়াতির অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রাক্তন নেতা অং সান সু চি কে দোষী সাব্যস্ত করে তিন বছরের কঠোর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বিচারপ্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়, নোবেল বিজয়ী এবং মিয়ানমারের কয়েক দশকের সামরিক শাসনের বিরোধিতাকারী সু চি কে গত বছরের শুরুর দিকে আটক করা হয়েছে। ইতোমধ্যে ১৭ বছরেরও বেশি কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে তাকে। তবে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
আরও পড়ুন: রক্ত দিয়েছেন ছাত্রলীগ কর্মী, মেয়ের নাম ‘হাসিনা’ রাখলেন মা।
প্রতিবেদনে আরও বলা হয়, দুর্নীতি এবং উসকানি থেকে শুরু করে অফিসিয়াল গোপনীয়তা ফাঁস পর্যন্ত একাধিক অভিযোগে এক বছরেরও বেশি সময় ধরে বিচারের মুখোমুখি হয়েছেন সু চি। যার জন্য মিলিত সর্বোচ্চ সাজা ১৯০ বছরেরও বেশি।
উল্লেখ্য, ২০২১ নির্বাচনের পর সু চির এনএলডিকে নতুন সরকার গঠন করতে না দিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে নির্বাচনে জালিয়াতির সঠিকভাবে তদন্ত হয়নি বলে অভিযোগ এনেছিল। এর পর থেকেই তার বিরুদ্ধে বিচারকার্য চলছে