২২ আগস্ট ২০২২, ১৬:১৫

স্কুলে জাতীয় পতাকা না উড়ানোয় ৯ শিক্ষক বরখাস্ত

জাতীয় পতাকা  © ফাইল ছবি

স্বাধীনতা দিবসে স্কুলে জাতীয় পতাকা না উড়ানোয় ভারতের জম্মু-কাশ্মীরের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ৯ জন শিক্ষককে বরখাস্ত করেছে প্রশাসন। ১৫ আগস্ট ভারতের জম্মু-কাশ্মীরের বাটওয়ারি এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রশাসনকে পাঠানো রিপোর্টে বলা হয়, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে সব সরকারি স্কুলে জাতীয় পতাকা উড়ানোর নির্দেশ জারি করেছিল জম্মু-কাশ্মীর প্রশাসন। কিন্তু, বাটওয়ারি এলাকার মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের কয়েক জন শিক্ষক এই নির্দেশ পালন করেন নি।

রিপোর্ট আরও বলা হয়, প্রাথমিক তদন্তে অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া গিয়েছে। তাই ৯ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

পরবর্তী তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে ওই কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা