যুক্তরাষ্ট্রে প্রাণ হারালেন দুই বাংলাদেশি শিক্ষার্থী
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি শিক্ষার্থী। গত শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শাহরিয়ার উদ্দিন আহমেদ (১৯) বস্টনের এমআইটি’র ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র। আর শাকিল আলী (১৯) ইউনিভার্সিটি অব সাউথ ক্যালিফোর্নিয়ার ছাত্র।
দুর্ঘটনায় তাদের আরও তিন সহপাঠী আহত হয়েছেন। তারা হলেন, তাহমিদুর চৌধুরী (১৯), সুব্রত চৌধুরী (১৯) ও যসোয়া রিভারা (১৮)। যসোয়া গাড়িটি চালাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, নিউজার্সির প্যাটারসন শহরে একটি মার্সিডিজ গাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই শাহরিয়ারের মুত্যু হয়ে। গুরুতর অবস্থায় সেন্ট যোসেফ ইউনিভার্সিটি হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা শাকিলের মৃত্যুর তথ্য জানান।
আরো পড়ুন: নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার পাশাপাশি আছে নাগরিকত্ব পাওয়ার সুযোগ
অন্যরা ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শাহরিয়ারের মা-বাবা সিলেটের এবং শাকিলের মা-বাবা পাবনা থেকে যুক্তরাষ্ট্রে বসতি গড়েছেন। প্যাটারসন সিটির বাসিন্দা এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত বছর হতাহতরা প্যাসেইক কাউন্টি টেকনিক্যাল ইন্সটিটিউট থেকে গ্র্যাজুয়েশন করেছেন।
পাঁচ বন্ধু দোকানে আইসক্রিম কিনতে যাবার পথে দুর্ঘটনার শিকার হন। প্যাসেইক কাউন্টি প্রসিকিউটর অফিস জানিয়েছে, দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। নিহত দুই বন্ধুর লাশ রবিবার পর্যন্ত মর্গে ছিল। ময়নাতদন্তের পর তা স্বজনের কাছে হস্তান্তর করা হবে।