১৮ আগস্ট ২০২২, ১২:৪৮

সাপ ছোবল দেয়ায় সাপকে কামড়ে মেরে ফেলল শিশু

সাপ ছোবল দেয়ায় সাপকে কামড়ে মেরে ফেলল শিশু  © সংগৃহীত

দুই বছর বয়সি একটি কন্যা শিশুকে ছোবল দিয়েছিল একটি সাপ। তারপর সেই শিশুটি পাল্টা সাপকে কামড়ে মেরে ফেলেছে। মঙ্গলবার তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর বিনগোলের কাছে কান্তার গ্রামে ঘটেছে এ ঘটনা

তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যম নিউজ ডট কম ডট এইউকে-এর বরাতে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

শিশুটির বাবা মেহমেদ এরকান বলেন, ‘ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। প্রতিবেশীদের কাছে শুনেছি, আমার মেয়ে বাড়ির পেছনের উঠোনে খেলছিল, তখন হঠাৎ চিৎকার করে কাঁদতে থাকে সে। কান্নার শব্দ শুনে আমার স্ত্রী ও প্রতিবেশীরা ছুটে আসে। তারা দেখতে পায়, মেয়ের মুখে রক্ত আর পাশেই একটি ‍সাপ মৃত অবস্থায় পড়ে আছে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও সেখানেই আছে সে।’

তুরস্কে ৪৫টি প্রজাতির সাপ দেখতে পাওয়া যায়, এসবের মধ্যে ১২টি প্রজাতি বিষাক্ত। হাসপাতালসূত্রে জানা গেছে, মেয়েটির ঠোঁটে সাপ ছোবল দিয়েছিল এবং সেটি বিষাক্ত প্রজাতির সাপ ছিল না।

মেয়েটি সুস্থ হয়ে উঠছে এবং খুব শিগগিরই তাকে ছেড়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।