০২ আগস্ট ২০২২, ২২:২৮

তাইওয়ানে সামরিক অভিযানের ঘোষণা চীনের

যুদ্ধের প্রস্তুতি  © ফাইল ছবি

দফায় দফায় হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও সেসব আমল না দিয়ে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে মোটেই সহজভাবে নেয়নি চীন।

ন্যান্সির এই সাম্প্রতিক সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ানে সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের মুখপাত্র উইউ কিয়ান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে আসার পর পরই চীনের সেনাবাহিনীর পক্ষ থেকে এ ঘোষণা আসে।  

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উইউ কুইয়ান জানিয়েছে, তারা উচ্চ সতর্ক অবস্থানে আছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় পাল্টা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

আর পাল্টা ব্যবস্থার অংশ হিসেবে তারা নির্দিষ্ট কিছু সামরিক অভিযান চালাবেন এবং চীনের সার্বভৌমতা এবং অখণ্ডতা রক্ষা করবেন। 

সূত্র: সিজিটিএন (চীনের গণমাধ্যম)