২৬ জুলাই ২০২২, ২০:৪১

প্রতিবাদ করায় ভারতে ১৯ সংসদ সদস্য বরখাস্ত

ভারতের সংসদ ভবন   © সংগৃহীত

মূল্যস্ফীতি নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় ‘উশৃঙ্খল আচরণের’ জন্য ভারতের রাজ্যসভা থেকে বিরোধী দলের ১৯ এমপিকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। এর আগে গতকাল সোমবার দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা দাবিতে বিক্ষোভ করায় লোকসভার চার কংগ্রেস সদস্যকে চলতি বর্ষাকালীন অধিবেশনের জন্য সাময়িক বরখাস্ত করেন স্পিকার। খবর এনডিটিভির

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের (টিএমসি) ৭ জনসহ ১৯ জন বরখাস্ত রাজ্যসভার সংসদ সদস্যকে সংসদের বর্ষাকালীন অধিবেশনে যোগদানের বিষয়ে এক সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বরখাস্তের পর এমপিরা পার্লামেন্ট ত্যাগ না করে বিক্ষোভ করায় প্রায় এক ঘণ্টা অধিবেশন মুলতবি রাখা হয়।

আরও পড়ুন: গতকালই নতুন জুতা কেনার টাকা চেয়েছিল বুলবুল: মা

ক্ষমতাসীন বিজেপির পীযূষ গয়াল বলেন, রাজ্যসভা থেকে বিরোধী সংসদ সদস্যদের বরখাস্ত করার সিদ্ধান্ত ভারাক্রান্ত হৃদয়ে নেওয়া হয়েছিল। তারা স্পিকারের আবেদন উপেক্ষা করে চলেছিল

ভারতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিরোধী দলের এমপিরা অনেক দিন ধরেই সোচ্চার। আজ রাজ্যসভার ১৯ এমপিকে বরখাস্তের ঘটনায় বিরোধী দলের ক্ষোভ আরও বেড়ে যাবে। ভারতের বিরোধী দলগুলোর অভিযোগ, ক্ষমতাসীন দলের অর্থনৈতিক ও সামাজিক নীতি নিয়ে সমালোচনা করায় তাঁদের কণ্ঠ রোধ করতে চাইছে সরকার।

এদিকে বরখাস্তের ঘটনার পর অনেকেই এর প্রতিবাদ করেছেন। তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও ব্রায়েন সাংবাদিকদের বলেন, ‘সরকার গণতন্ত্রকে বরখাস্ত করেছে।’

বরখাস্ত হওয়া এমপিদের মধ্যে সাতজনই তৃণমূল কংগ্রেসের। তাঁরা হলেন সুস্মিতা দেব, মওসুম নূর, শান্তা ছেত্রী, দোলা সেন, শান্তনু সেন, অভিরঞ্জন বিশ্বার, মো. নাদিমুল হক। এ ছাড়া রয়েছেন তামিলনাড়ুর দ্রাবিদা মুনেত্রা কাজাগাম (ডিএমকে) দলের সদস্য এম হামিদ আবদুল্লাহ, এস কল্যাণসুন্দরম, আর গিরঞ্জন, এন আর এলাঙ্গো, এম শানমুগাম, কানিমজি এনভিএন সোমু। তেলেঙ্গেনা রাষ্ট্র সমিতির (টিআরএস) এমপি লিনগাইয়া যাদব, রবীন্দ্র ভাদিরাজু, দামোদর রাও দিভারকোন্ডা। কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্ক্সিস্ট) এ এ রহিম, ভি সিভাদসন এবং কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার এমপি সন্দোষ কুমার পি।