দুই ছাত্রীর ইউনিফর্ম খুলে অন্যদের পরালেন শিক্ষিকা

দুই ছাত্রীর ইউনিফর্ম খোলার অভিযোগ উঠেছে শিক্ষিকার বিরুদ্ধে
দুই ছাত্রীর ইউনিফর্ম খোলার অভিযোগ উঠেছে শিক্ষিকার বিরুদ্ধে  © প্রতীকী ছবি

ভারতে দুই দলিত শিশুকন্যার স্কুল পোশাক জোর করে খোলার অভিযোগ উঠেছে শিক্ষিকার বিরুদ্ধে। দেশটির উত্তরপ্রদেশের হাপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহিষ্কার করা হয়েছে দুই শিক্ষিকাকে।

অভিভাবকদের অভিযোগ, স্কুল ইউনিফর্ম পরে শিক্ষার্থীদের ছবি তোলা হচ্ছিল। অন্য দুই ছাত্রীর স্কুলের পোশাক ছিল না। তাই দুই দলিত শিশুর পোশাক খুলে তাদের পরতে বলেন শিক্ষিকারা। ইউনিফর্ম খুলতে রাজি না হলে দুই ছাত্রীকে মারধর করা হয় বলেও অভিযোগ শিক্ষিকাদের বিরুদ্ধে।

আরো পড়ুন: পরীক্ষায় নকল করতে মেটাল, সব ছাত্রীকে অন্তর্বাস খোলানোর অভিযোগ

এক ছাত্রীর মা বলেছেন, ছাত্রীদের ছবি তুলছিলেন শিক্ষিকারা। ইউনিফর্ম খুলতে বলা হয় আমার মেয়েকে। ওই পোশাক অন্য ছাত্রীকে দিতে বলেন। মেয়ে পোশাক খুলতে চায়নি। তাই তাকে মারধর করে পোশাক খোলা হয়। স্কুলে অভিযোগ জানিয়েও ব্যাখ্যা পাইনি।

অন্য ছাত্রীর বাবার দাবি, তফসিলি সম্প্রদায়ের বলেই দুই শিশুর সঙ্গে এমন আচরণ করা হয়েছে। দুই শিক্ষিকার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলেও জানান তারা।


সর্বশেষ সংবাদ