ভারতের সেরা তালিকায় যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়
ভারতের সেরা দশ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিয়েছে পশ্চিমবঙ্গের যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়। জাতীয় তালিকায় চতুর্থ যাদবপুর এবং অষ্টম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
শুক্রবার (১৫ জুলাই) শিক্ষা প্রতিষ্ঠানের মান নির্ণায়ক দেশের জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির সেরা তালিকা প্রকাশ করেছে এনআইআরএফ। তালিকায় প্রথমস্থান অর্জন করেছে আইআইএসসি বেঙ্গালুরুর। দ্বিতীয় স্থানে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও তৃতীয়স্থঅনে রয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়।
এছাড়া দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের একটি সার্বিক তালিকাও প্রকাশ করেছে এনআইআরএফ যার শীর্ষে রয়েছে আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি) মাদ্রাজ। সেই তালিকার পঞ্চমস্থানে রয়েছে পশ্চিমবঙ্গের আইআইটি খড়গপুর। এছাড়া দেশের সেরা কলেজের তালিকায় অষ্টম স্থানে নাম রয়েছে পশ্চিমবঙ্গের সেন্ট জেভিয়ার্স কলেজে।
আরও পড়ুন: এশিয়ার সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ে দেশের একমাত্র প্রতিষ্ঠান ঢাবি।
তালিকা প্রকাশ হওয়ার পর শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ, ছাত্র-ছাত্রী এবং শিক্ষকেদের এক টুইট বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। মমতা লিখেন, ‘এনআইআরএফ র্যাঙ্কিংয়ে রাজ্যে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। কলেজের মধ্যে দেশে অষ্টম স্থানে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ। শিক্ষক এবং শিক্ষার্থীদের আমার শুভেচ্ছা।’
জাতীয় তালিকা প্রকাশের পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য স্যমন্তক দাস বলেন, ‘‘আমরা যথেষ্ট অনুদান পাই না। করোনার সময় অনেক অসুবিধার সত্ত্বেও যে আমরা আমাদের র্যাঙ্ক ধরে রাখতে পেরেছি, তা ছাত্র ও শিক্ষদের জন্য যথেষ্ট আনন্দের।’’
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, ‘‘সর্বভারতীয় র্যাঙ্কিং-এর তালিকায় প্রথম ১০-এ রাজ্যের যে দু’টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে তা অত্যন্ত আনন্দের। রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হিসাবে আমাদের অনেক রকম প্রতিকূলতা নিয়ে কাজ করতে হয়। তার মধ্যেও যে আমরা ভাল ফল করতে পেরেছি, জেনে ভাল লাগছে।’’