সৌদি আরবে এখন পর্যন্ত ১০ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এরমধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্ক সূত্রে জানা গেছে, শুক্রবার তপন খন্দকার নামে ৬১ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। তারা বাসা ঢাকার লালবাগে। আর বৃহস্পতিবার মারা যান ৪৭ বছর বয়সী হজযাত্রী মো. রফিকুল ইসলাম। তার বাড়ি জামালপুরের কামারখন্দে
এদিকে হজ ফ্লাইট শুরু হওয়ার পর মঙ্গলবার (১ জুলাই) পর্যন্ত সৌদি আরবে গেছেন ৫০ হাজার ২১৮ জন হজযাত্রী। এ পর্যন্ত ১৩৯টি হজ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব গেছেন। গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছিল।
আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা চার হাজার ১১৫ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন।
সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু আগামী ১৪ জুলাই, ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।