সপ্তাহে তিনদিন স্কুল খোলা রাখার পরিকল্পনা শ্রীলঙ্কার
শহর এলাকায় স্কুলগুলো সপ্তাহে তিন দিন খোলা রাখার পরিকল্পনা নিয়েছে শ্রীলঙ্কার শিক্ষা মন্ত্রণালয়। গত সপ্তাহে সব স্কুল বন্ধ ছিল। এরপর সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
এ খবর দিয়ে অনলাইন ডেইলি মিরর বলছে, নতুন পরিকল্পনা অনুযায়ী স্থানীয় সময় সকাল সাড়ে সাতটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার স্কুল খোলা থাকবে। এই তিনদিন শিক্ষকদের কোনো প্রাইভেট ছুটি হিসেবে বিবেচনা করা হবে না।
বিদ্যালয়ের প্রাথমিক শাখা কতদিন খোলা রাখা যাবে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হিসেবে প্রিন্সিপালদেরকে কর্তৃত্ব দেয়া হয়েছে।
আরও পড়ুন: শ্রীলংকার প্রধানমন্ত্রীর পদত্যাগ
এর আগে, গত ১৯ জুন জ্বালানি সংকটের কারণে দুই সপ্তাহের জন্য সরকারি অফিস ও স্কুল বন্ধ ঘোষণা করেছে শ্রীলঙ্কার সরকার।
দেশটির জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, পাবলিক ট্রান্সপোর্টের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনের জ্বালানির ব্যবস্থা করতে না পারায় কর্মক্ষেত্রে কর্মীদের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৯৪৮ সালে ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভের পর দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা এবারই ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে দেশটি। জ্বালানি সংকটের কারণে এ সপ্তাহের শুরুতে শ্রীলঙ্কা সরকার সরকারি কর্মীদের জন্য সপ্তাহে তিনদিনের ছুটি ঘোষণা করেন।