স্কুলে ঢুকছিলেন জোর করে, গুলি করে মারল পুলিশ

ওয়ালনাট পার্ক এলিমেন্টারি স্কুলের বাইরে পুলিশ সদস্যরা
ওয়ালনাট পার্ক এলিমেন্টারি স্কুলের বাইরে পুলিশ সদস্যরা  © সিএনএন

জোর করে স্কুলে প্রবেশের সময় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার (৯ জুন) এ ঘটনা ঘটে। স্কুলের একজন কর্মকর্তার সঙ্গে ঝগড়ার পর তিনি বিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করেন বলে কাউন্টি শেরিফ জোনাথন হর্টন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ওয়ালনাট পার্ক এলিমেন্টারি স্কুলে ঘটনার সময় অন্তত ৩৪ জন শিক্ষার্থী ছিল। আলাবামার আইন প্রয়োগকারী সংস্থা (এএলইএ) ঘটনাটি তদন্ত করছে।

সংস্থাটি জানিয়েছে, একটি গাড়িতে করে ওই ব্যক্তি জোরপূর্বক ওই বিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করে। এ সময় একজন কর্মকর্তা তাকে বাধা দেন। পরে পুলিশের গুলিতে তিনি নিহত হলেও কোনো শিশু আহত হয়নি।

আরো পড়ুন: বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয়

বিদ্যালয়টি শিক্ষাবর্ষ শেষ হলেও সেখানে একটি ক্যাম্প চলছিল। এ ঘটনায় বিদ্যালয়টির একজন কর্মকর্তা আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই ব্যক্তির সঙ্গে বন্দুক ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ