যুক্তরাষ্ট্রে শিক্ষাপ্রতিষ্ঠানে ফের বন্দুকধারীর হামলা, নিহত ১

যুক্তরাষ্ট্রের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে
যুক্তরাষ্ট্রের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে  © এনডিটিভি

যুক্তরাষ্ট্রের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুজন। স্থানীয় সময় মঙ্গলবার লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিয়েন্স শহরের জেভিয়ার বিশ্ববিদ্যালয়ে এ বন্দুক হামলার ঘটনা ঘটে।

এনবিসি নিউজের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বন্দুক নিয়ে হামলার সময় শিক্ষা সমাপনী অনুষ্ঠান চলছিল শিক্ষাপ্রতিষ্ঠানে। মরিস জেফ হাইস্কুলের স্নাতকের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: কাশ্মীরে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা শিক্ষিকা

নিউ অরলিয়েন্স পুলিশের মুখপাত্র গ্যারি শিটস বলেছেন, হতাহত তিনজনই সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য উপস্থিত হয়েছিলেন।

এর আগে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি স্কুলে গত সপ্তাহে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে ১৯ জন শিক্ষার্থী ও দুই শিক্ষক মারা যান।


সর্বশেষ সংবাদ