২৭ মে ২০২২, ১০:৪৮

পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর হচ্ছেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়  © ফাইল ফটো

রাজ্যপালের বদলে ভারতের পশ্চিমবঙ্গের সবগুলো সরকারি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে মুখ্যমন্ত্রীকে বসাতে চেয়ে গতকাল বৃহস্পতিবার আনা প্রস্তাবে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।  

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড়ের মধ্যে দীর্ঘদিনের লড়াইয়ের ফল হিসেবে এই পদক্ষেপকে বিবেচনা করা হচ্ছে।

এ নিয়ে বিধানসভায় সংশোধনী বিল স্বল্প সময়ের মধ্যে আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন। বিধানসভায় এই সংক্রান্ত বিল পাস হলেই রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষমতাসহ বিশ্ববিদ্যালয়গুলোর আভ্যন্তরীণ শিক্ষাগত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে মুখ্যমন্ত্রীর হাতে।

তবে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনগুলো। আবুটা, সারা বাংলা সেভ এডুকেশন কমিটির পাশাপাশি বাম ছাত্র সংগঠন ডিএসও-ও প্রতিবাদ জানিয়েছে। শিক্ষাবিদদের একাংশ বলছেন, মুখ্যমন্ত্রী চ্যান্সেলর হলে শেষ পর্যন্ত ভালোই হবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।