বিতর্কের মুখে তাজমহলের সেই গোপন কুঠুরির ছবি প্রকাশ
তাজমহলের নীচে থাকা ২২টি গোপন তালাবন্ধ ঘরের দরজা খোলার আবেদন জানিয়ে আদালতের গিয়েছিলেন হিন্দুত্ববাদীরা। এরপরই ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ সংস্থা আর্কিয়োলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) সেই গোপন কুঠুরিগুলির ছবি প্রকাশ করেছে।
এএসআই জানিয়েছে ওই কুঠুরিগুলোয় কোনও গোপনীয়তা নেই। এগুলো মূল কাঠামোর অংশ। শুধু তাজমহল নয়, এমন কুঠুরি অনেক স্থাপত্যেই রয়েছে। উদারহণ হিসেবে দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধির কথাও বলা হয়েছে।
তাজমহল রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এএসআইয়ের ‘আগরা সেল’ জানিয়েছে, ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত যমুনা নদী লাগোয়া ভূগর্ভস্থ ঘরগুলিতে রক্ষণাবেক্ষণের কাজ হয়েছিল। সে সময়ই ছবিগুলো তোলা। প্রকাশিত চারটি ছবি ডিসেম্বরে তোলা হয়েছিল।
আরো পড়ুন: খুন বলছেন পল্লবীর বাবা, প্রেমিকার বাবা বলছেন— এটা আত্মহত্যাই
তাজমহল ‘তেজো মহালয়’ নামে শিব মন্দির বলে দাবি হিন্দুত্ববাদীদের। বিজেপির অযোধ্যা জেলার মিডিয়া ইনচার্জ রজনীশ সিংহ এএসআইয়ের তত্ত্বাবধানে ‘আসল ইতিহাস’ অনুসন্ধানের দাবিতে ইলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চে মামলা করেছিলেন।
পাশাপাশি তাজমহলের অন্দরে তালাবন্ধ ওই ২২টি ঘর খোলারও দাবি জানান। গত ১২ মে সেই আবেদন খারিজ করে দেন আদালত। খবর আনন্দবাজারের।