১০ মে ২০২২, ০৯:২২

শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী রাজাপাকসের বাড়িতে বিক্ষোভকারীদের আগুন

শ্রীলঙ্কার সাবেক মন্ত্রী সনাথ নিশানথার বাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা  © বিবিসি

শ্রীলঙ্কার কুরুনেগালা শহরে সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পৈতৃক বাড়ি ‘মেদামুলানা ওয়ালাওয়াতে’ আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। স্থানীয় সময় সোমবার (৯ মে) বিক্ষোভের একপর্যায়ে তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সিলন টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, পদত্যাগ করার কয়েক ঘণ্টা পরই বিক্ষোভকারীরা মাহিন্দা রাজাপাকসের পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় সরকারবিরোধীরা এক সময়ের তুখোড় রাজনীতিবিদ ডিএ রাজাপাকসে স্মরণে নির্মিত স্মৃতিসৌধেও আগুন জ্বালিয়ে দেয়।

এর আগে মাহিন্দার পদত্যাগের পর গোতাবায়া রাজাপাকসের কার্যালয়েও হামলা চালানো হয়। এ সময় অন্তত ১৩০ জন আহত হন। দেশটিতে কারফিউ জারিসহ রাজধানী কলম্বোয় সেনা মোতায়েন করা হয়েছে। এ অবস্থায়ই সাবেক মন্ত্রী রমেশ পাথিরানা, সনথ নিশানথা, নিমাল লানজা এবং কাঞ্চনা উইজেসেকেরার বাড়িতেও বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয়।

আরো পড়ুন: শ্রীলংকার প্রধানমন্ত্রীর পদত্যাগ

বেশ কয়েকজন সাবেক মন্ত্রীর গাড়িতেও আগুন ধরিয়েছে বিক্ষোভকারীরা। তবে বাড়ি ও গাড়িতে আগুন দেয়ার ঘটনার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সমর্থকদের দুষছেন তারা। বিক্ষোভকারীদের দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভ করার সময় রাজাপাকসের সমর্থকরা হামলা করে। এরপরই হামলার ঘটনা ঘটাতে থাকে বিক্ষোভকারীরা।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।