০৪ মে ২০২২, ১৫:৩৭

ধর্ষণের মামলা করতে গিয়ে থানায় আবারও ধর্ষণের শিকার

ধর্ষণ   © প্রতীকী ছবি

ধর্ষণের অভিযোগ করতে থানায় গিয়েছিলেন এক তরুণী। থানায় যাওয়ার পর পুলিশের দ্বারা আবারও ধর্ষণের শিকার হয়েছেন ওই তরুণী। খবর এনডিটিভি। 

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের ললিতপুরের এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, ১৩ বছরের ওই তরুণীর পক্ষে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে প্রথমবার ধর্ষণে অভিযুক্ত তিন ব্যক্তিকে আটক করা হলেও অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তাকে এখনো আটক করা যায়নি।

লিখিত অভিযোগ থেকে জানা গেছে, ২২ এপ্রিল চার ব্যক্তি ওই তরুণীকে প্রলোভন দেখিয়ে ভোপালে নিয়ে যায়। এরপর ৪ দিন আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। পরে তারা ওই তরুণীকে বাড়ির পাশে ফেলে রেখে যায়।

ললিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিলোকধালী শরজ-এর বরাতে এনডিটিভি জানিয়েছে নির্যাতনের শিকার তরুণীকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয় পুলিশ। পরদিন ধর্ষণের ঘটনার জবানবন্দি দিতে তাকে থানায় ডাকা হয়। 

লিখিত অভিযোগে ওই তরুণী জানান, চাচার সঙ্গে থানায় জবানবন্দি দিতে গিয়েছিলাম। সেখানে একটি আলাদা কক্ষে নিয়ে এক পুলিশ কর্মকর্তা আমাকে ধর্ষণ করেন।

ললিতপুর পুলিশের প্রধান নিখিল পাঠক-এর বরাতে এনডিটিভি আরও জানিয়েছে অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি একজন অপরাধী, তাকে ধরতে পুলিশ টিম গঠন করা হয়েছে। একটি বেসরকারি সংস্থা মেয়েটিকে নিয়ে থানায় এসেছিল। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং তাকে গ্রেফতার তৎপরতা চলছে।