দুর্নীতির মামলায় সু চিকে আরও ৫ বছরের জেল
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে আরও পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে। দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে তাঁর বিরুদ্ধে এ রায় দিয়েছেন দেশটির সামরিক বাহিনী নিয়ন্ত্রিত আদালত।
এ মামলার কার্যক্রমের বিষয়ে খোঁজ রাখা একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। শান্তিতে নোবেলজয়ী সু চির বিরুদ্ধে দুর্নীতির ১১টি অভিযোগ এনেছে সামরিক জান্তা। এর মধ্যে প্রথম মামলায় মিয়ানমারের নেত্রীর বিরুদ্ধে সাজার রায় এল।
আরো পড়ুন: বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু
এর আগে গত বছরের ডিসেম্বরে অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দেন মিয়ানমারের একটি আদালত। উস্কানি দেওয়া এবং প্রাকৃতিক দুর্যোগ আইন ভঙ্গের অভিযোগে তাঁকে এ সাজা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে চলা ১১টি মামলার সবগুলোতে দোষী সাব্যস্ত হলে ১০০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে বলে বিবিসি জানিয়েছে।