ছেলের স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মায়ের
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০৭:১৯ AM , আপডেট: ২৭ এপ্রিল ২০২২, ০৭:১৯ AM
নিজের ছেলের স্কুলে বোমা হামলা করে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক নারী। ছেলেকে স্কুলের ক্যাফেটেরিয়া থেকে ভালোভাবে খাবার দেওয়া হচ্ছিল না, এমন ধারণা থেকে এ হুমকি দিয়েছেন তিনি। সেই নারীর আনায়া মেতোয়া স্মিথ। পুলিশ তাকে খুঁজে বের করেছে।
ওই নারীর বিরুদ্ধে মিথ্যা বোমা হামলা ও স্কুলের কার্যক্রমে বিঘ্ন ঘটানোর অভিযোগ আনা হয়েছে। স্কুলে একটি অডিও বার্তা পাঠিয়ে মেতোয়া স্মিথ বলেন, আপনারা আমার ছেলেকে ভালোভাবে না খাওয়ালে আমি আসছি। স্কুলকে উড়িয়ে দিতে যাচ্ছি।
এনডিটিভি ও এনবিসি নিউজ জানিয়েছে, এ বার্তা পেয়ে স্কুলের একজন পুলিশকে খবর দেয়। পরে পুরো স্কুল খালি করে ফেলা হয়। বোমার খোঁজে শুরু হয় তল্লাশি। স্মিথ টেপে তার নাম উচ্চারণ না করলেও কর্তৃপক্ষ খুঁজে বের করে ফেলে, বার্তা উৎস।
আরো পড়ুন: করাচি বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ, ৩ চীনা নাগরিকসহ নিহত চার
খবরে বলা হয়েছে, যিনি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেন, তার ছেলে ক্যাফেটেরিয়ার এক কর্মীর সঙ্গে ঝগড়া করে বেশি খাবার দাবি করে। তবে স্মিথের বোনের দাবি, এসবের সঙ্গে যুক্ত না তার বোন। তবে পুলিশ তার কণ্ঠ মিলিয়ে হুমকিদাতা যে ছিলেন আনায়া মেতোয়া স্মিথ, তা খুঁজে বের করে ফেলে।