আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আজ

 আজ পালিত হবে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস
আজ পালিত হবে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস  © প্রতীকী ছবি

উচ্চ শব্দের মধ্য দিয়ে আজ বুধবার পালিত হবে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস।  যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা সেন্টার ফর হেয়ারিং অ্যান্ড কমিউনিকেশন ১৯৯৬ সাল থেকে উচ্চ শব্দ নিয়ে বৈশ্বিক প্রচারণা শুরু করে।

দিবসটি উপলক্ষ্যে আজ রাজধানীর শাহবাগে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), রায়ের বাজার হাই স্কুল, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল, লাইফ সার্ভ বাংলাদেশ, দি ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ (আইডাব্লিউবি), কারফ্রি সিটিস এলায়েন্স বাংলাদেশ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট সচেতনতামূলক ক্যাম্পেইন করবে।

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, উচ্চ শব্দ নিয়ন্ত্রণে সরকারের আন্তরিকতা ছিল। এ নিয়ে আইনও আছে। তবে তা বাস্তবায়নে ঢিলেমিও আছে। শব্দদূষণের ক্ষতির কথা বলে শেষ করা যাবে না। শুধু সচেতন হতে হবে। অহেতুক উচ্চ শব্দ করা এড়াতে হবে।


সর্বশেষ সংবাদ