২৩ এপ্রিল ২০২২, ১০:০৮

হিজাব পরে আসায় পরীক্ষা দিতে পারলেন না দুই ছাত্রী (ভিডিও)

পরীক্ষা দিতে না পেরে ফিরে যাচ্ছেন দুই ছাত্রী  © ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতের কর্নাটকের উদুপিকে হিজাব পরে পরীক্ষা দিতে চাওয়ায় দুই শিক্ষার্থীকে পিইউসি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। শুক্রবার (২২ এপ্রিল) মহিলা সরকারি পিইউ কলেজের বাণিজ্য বিভাগের ওই দুই ছাত্রী আলিয়া আসাদি এবং রেশম হল পরীক্ষা দিয়ে এ পরিস্থিতির শিকার হন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, টিকিট সংগ্রহ করে পরীক্ষা কেন্দ্র পিইউ কলেজে গিয়েছিলেন ওই দুই ছাত্রী। তবে হিজাব পরে আসায় তাদের পরীক্ষার অনুমতি হয়নি। এ কারণে তারা ফিরে যান।

পিইউসি পরীক্ষায় শিক্ষার্থী এবং দায়িত্বে নিযুক্ত শিক্ষকরা হিজাব বা ধর্মীয় পরিচয়ের পোশাক পরতে পারবেন না বলে শিক্ষা বিভাগের আদেশে বলা হয়েছে। ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

এর আগেও ওই এলাকার ছয়জন শিক্ষার্থী হিজাব পরে শ্রেণীকক্ষে যাওয়ার অনুমতি চেয়ে কর্নাটক হাইকোর্টে আবেদন করেন। তারা হিজাব পরে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি চাইলেও রাজ্য সরকার হাইকোর্টের রায় উল্লেখ করে তাদের সে অনুমতি দেয়নি।

আরো পড়ুন: প্রথমবারেই সহকারী জজে প্রথম হওয়ার পেছনের গল্প বললেন সুমাইয়া

উল্লেখ্য, কর্নাটকে পিইউয়ের পরীক্ষা শুরু হয়েছে শুক্রবার। এ পরীক্ষায় এবার ৬ লাখ ৮৪ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।