০৯ এপ্রিল ২০২২, ০৯:০৯

স্কুলের বাইরে গুলিতে প্রাণ গেল ছাত্রীর, গুলিবিদ্ধ দুই শিক্ষার্থী

নিউইয়র্কে গুলিতে ছাত্রীর মৃত্যুর পর ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ  © নিউইয়র্ক পোস্ট

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। দেশটির স্থানীয় সময় শুক্রবার (৮ এপ্রিল) গোলাগুলির এ ঘটনা ঘটে। দুই ব্যক্তির তর্কাতর্কির একপর্যায়ে গুলি চালালে প্রাণ হারায় ওই ছাত্রী।

এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হলে একজন মারা যায়। বাকি দুজনের অবস্থা স্থিতিশীল। তবে হামলাকারীকে আটক করতে পারেনি পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে তাকে শনাক্তের চেষ্টা চলছে।

আরো পড়ুন: অস্কারে ১০ বছর নিষিদ্ধ উইল স্মিথ

নিউইয়র্কের পুলিশ প্রধান কিচ্যান্ট সেওয়েল বলেন, ব্রোনক্সে স্কুল থেকে ওই কিশোরী বাড়ি ফিরছিল দুই বন্ধুসহ। এ সময় এক ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় আরেকজনের সঙ্গে তর্কে জড়ায়। এক সময় একজন বন্দুক বের করে গুলি চালালে তিনজন আহত হন। পরে ওই শিক্ষার্থী মারা যায়।