ক্লাস শুরুর কয়েক ঘণ্টা পর ছাত্রীদের বাড়ি যেতে বললো তালেবান
দীর্ঘদিন পর আফগানিস্তানের মাধ্যমিক স্কুলগুলো ছাত্রীদের জন্য উন্মুক্ত হয়েছে আজ। তবে সেটি মাত্র কয়েক ঘণ্টার জন্য। সাংবাদিকরা ছাত্রীদের ক্লাসে ফেরার ছবি তোলার খবর জানাজানির পর মেয়েদের স্কুলগুলো পুনরায় বন্ধের নির্দেশ দেয় তালেবান সরকার। এ খবর এএফপির।
প্রতিবেদনে বলা হয়েছে, তাদের (এএফপির) একটি টিম কাবুলের জারঘোনা গার্লস স্কুলে শিক্ষার্থীদের ছবি তুলছিলেন। এসময় এক শিক্ষক সেখানে এসে সবাইকে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেন।
তালেবানের শিক্ষা বিষয়ক মুখপাত্র আজিজ আহমেদ রায়ানকে মেয়েদের স্কুল বন্ধের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ঘটনা সত্যি তবে আমরা এ ব্যাপারে কোনো প্রশ্নের উত্তর দেবো না।
আরও পড়ুন- পুরো রমজান মাস বন্ধ চান প্রাথমিকের শিক্ষকরা
প্রতিবেদনে আরও বলা হয়েছে, তালেবানের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শিক্ষক সঙ্কটের কারণে স্কুলে পাঠদান করাটা বেশ কঠিন। আমরা শিক্ষক সঙ্কট দূরীকরণে স্বল্প মেয়াদে শিক্ষক নিয়োগের কথা ভাবছি। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ফের বন্ধ ঘোষণা করায় হতাশ আফগান ছাত্রীরা। এতদিন পর ক্লাসে ফিরেও কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ি ফেরার নির্দেশে অনেককেই দেখা গেছে অশ্রুসজল চোখে ব্যাগ গোছাতে।