শিশু শিক্ষার্থীর মার খেয়ে হাসপাতালে শিক্ষক
পাঁচ বছর বয়সী বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর মার খেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এক শিক্ষককে। গত সপ্তাহে এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায়। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পেমব্রোক পাইনস পুলিশ বিভাগের পক্ষ থেকে বলা হয়, গত সপ্তাহে পাইনস লেক প্রাথমিক বিদ্যালয়ে দুর্ঘটনাটি ঘটে। শিক্ষককে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। বর্তমানে ওই শিক্ষক সেরে উঠছেন।
আরও পড়ুন: শেখ হাসিনাই নারীদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ দিয়েছেন : পলক
পুলিশ জানায়, ঘটনার দিন বিশেষ চাহিদা সম্পন্ন পাঁচ বছর বয়সী ও চার বছর বয়সী শিশুকে বিভিন্ন জিনিস ছোড়াছুড়ির কারণে বের করে দেওয়া হয়। বের করার পরই পাঁচ বছর বয়সী শিক্ষার্থী ওই শিক্ষকের আক্রমণাত্মক হয়ে ওঠে। ছেলেদের ‘কুল ডাউন’ রুমে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে পাঁচ বছর বয়সী তার মুষ্টি ও পা দিয়ে শিক্ষককে আক্রমণ করেছিল।
শিক্ষককে স্ট্রেচারে করে হলিউডের মেমোরিয়াল আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ রিপোর্ট অনুযায়ী সকাল ১০টার কিছু পরেই এই হামলা হয়। এ ঘটনায় শিক্ষক শরীরের বিভিন্ন জায়গায় পয়েছে ও জখম হয়েছে।ঘটনা নিয়ে তদন্ত হলেও ওই শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো মামলা করেনি পুলিশ।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শিক্ষার্থীর মার খেয়ে হাসপাতালে যাওয়া ওই শিক্ষকের বয়স ৩০ থেকে ৪০-এর মধ্যে। পাইনস লেক প্রাথমিক বিদ্যালয়ে ৮০০ শিক্ষার্থী রয়েছে। স্কুলটিতে প্রি-কিন্ডারগার্টেন পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়।
উল্লেখ্য, ফ্লোরিডায় প্রতিবন্ধী শিশুদের মধ্য যাদের বিশেষভাবে ডিজাইন করা নির্দেশনা এবং সম্পর্কিত পরিষেবার প্রয়োজন তাদের বলা হয় ESE ছাত্র। ESE-এর উদ্দেশ্য হল প্রতিটি প্রতিবন্ধী শিশুকে স্কুলে অগ্রগতিতে সাহায্য করা এবং স্কুল পরবর্তী জীবনের জন্য প্রস্তুত করা।