ইরান-সিরিয়াকে পেছনে ফেলে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ রাশিয়া
ইরান ও সিরিয়াকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ হয়ে উঠেছে রাশিয়া। নিষেধাজ্ঞার ওয়াচলিস্ট সাইট ক্যাস্টেলাম ডট এআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।
ক্যাস্টেলাম ডট এআইয়ের প্রতিবেদন অনুসারে, ২২ ফেব্রুয়ারির আগে রাশিয়ার বিরুদ্ধে ২ হাজার ৭৫৪টি নিষেধাজ্ঞা ছিল। তবে ইউক্রেনে হামলার পরে আরও ২ হাজার ৭৭৮টি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ফলে এখন মোট নিষেধাজ্ঞার সংখ্যা ৫ হাজার ৫৩২টি।
এর আগে নিষেধাজ্ঞায় শীর্ষ অবস্থানে ছিল ইরান। ইরানের উপর নিষেধাজ্ঞা ছিল ৩ হাজার ৬১৬টি। এখন রাশিয়া ইরানকে ছাড়িয়ে গেছে।
এসব নিষেধাজ্ঞার প্রাথমিক উৎস যুক্তরাষ্ট্র। যা ২১ শতাংশ নিষেধাজ্ঞা দিয়েছে। অন্যদিকে যুক্তরাজ্য এবং ইইউ মোট ১৮ শতাংশ নিষেধাজ্ঞা দিয়েছে।
ইউক্রেনের ওপর হামলা বন্ধ করতে মস্কোর ওপর চাপ বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।