০৫ মার্চ ২০২২, ১৬:৫৪

ইসরায়েলি যোদ্ধা চায় ইউক্রেন

ইউক্রেন যুদ্ধ  © সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইসরায়েলি যোদ্ধা চায় ইউক্রেন। লড়াইয়ে অংশ নিতে আগ্রহীদের তালিকা তৈরি করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে ইসরায়েলের ইউক্রেনীয় দূতাবাস। এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুছে ফেলা এক ফেসবুক পোস্টে রাশিয়ার হামলার বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণের জন্য ইসরায়েলিদের আহ্বান জানায় ইসরায়েলের ইউক্রেনীয় দূতাবাস। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা বিষয়টি সম্পর্কে অবগত। শনিবার থেকে ইসরায়েলে ইউক্রেনীয় দূতাবাস রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য ইসরায়েলেও লোক নিয়োগ শুরু করেছে। কারণ দেশটি রাশিয়ার সর্বাত্মক আক্রমণ মোকাবিলা করছে।

ইউক্রেনীয় ভাষায় লেখা একটি ফেসবুক পোস্টে দূতাবাস জানায়, ‘রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে ইচ্ছুকদের তালিকা গঠন শুরু করেছে দূতাবাস।’ পরে টাইমস অব ইসরায়েল এই পোস্টের একটি ইংরেজি স্ক্রিনশট প্রকাশ করে।

পোস্টে আরও বলা হয়, যারা ‘রুশ সামরিক আক্রমণ থেকে ইউক্রেনের সুরক্ষার লড়াইয়ে যোগ দিতে ইচ্ছুক’ তারা যেন সামরিক অভিজ্ঞতার প্রমাণসহ তাদের ব্যক্তিগত তথ্য পোস্টে দেয়া ই-মেইলে পাঠায়।

আরও পড়ুন- গোপনে রাশিয়া থেকে তেল-গ্যাস নিচ্ছে যুক্তরাজ্য!

সামাজিক যোগাযোগমাধ্যমে দূতাবাসের পক্ষ থেকে পোস্ট দেয়ার আগেই ইসরায়েলে ইউক্রেনের রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেছিলেন, ইউক্রেন সেনাবাহিনীতে স্বেচ্ছাসেবক হওয়া ইসরায়েলিদের জন্য বৈধ।

প্রকৃত অর্থে, ইসরায়েলি আইনে দেশটির নাগরিকদের বিদেশি সামরিক বাহিনীতে কাজ করা শাস্তিযোগ্য অপরাধ। এর জন্য তিন বছর কারাদণ্ডও হতে পারে। তবে বিদেশি কোনো নাগরিকের ইসরায়েলি সেনাবাহিনীতে কাজ করা অবৈধ নয়।

পরে ইউক্রেনের দূতাবাস পোস্টটি ডিলিট করে দেয়। পোস্ট ডিলিট করার কোনো ব্যাখ্যা দেয়নি ইউক্রেনীয় দূতাবাস। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা দূতাবাসের পোস্টটি মুছে ফেলার আগেই এ সম্পর্কে অবগত হয়েছে। তবে ইসরায়েলের অনুরোধে পোস্টটি সরানো হয়েছিল কি না- এমন প্রশ্নের উত্তর দেয়নি মন্ত্রণালয়।