পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৫৬
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশোয়ারের একটি শিয়া মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে। আহত হয়েছেন ১৯৪ জন।
শুক্রবার (৪ মার্চ) পেশোয়ারের কোচা রিসালদার এলাকার ওই মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পাকিস্তানের জাতীয় দৈনিক দ্য ডন জানিয়েছে।
হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম। তিনি জানান আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
খাইবার পাখতুনখাওয়া পুলিশের মহাপরিদর্শক মোয়াজ্জাম জাহ জানান, নিরাপত্তার কথা বিবেচনা করে ওই মসজিদে দুইজন পুলিশ কর্মকর্তাকে মোতায়েন করা হয়েছিল। বন্দুকধারীরা তাদের উপর গুলি চালিয়েছে। এতে এক পুলিশ নিহত হয়েছেন। অপরজনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীদের ঠেকাতে যাওয়া এক ব্যক্তির ওপরও হামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, হামলাকারীরা পাঁচ অথবা ছয় কেজির বিস্ফোরক উপাদানের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়েছে। এই হামলা সম্পর্কে আগে থেকে কোনো তথ্য ছিল না।
প্রসঙ্গত, ২০১৮ সালে পেশোয়ারের ইয়াকাতুত এলাকায় আত্মঘাতী বিস্ফোরণে আওয়ামী ন্যাশনাল পার্টির নেতা হারুন বিলুরসহ ১৯ জনের মৃত্যু হয়েছিল। ওই বিস্ফোরণের দায় স্বীকার করেছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান।
সূত্র: দ্য ডন