ইউক্রেনে বেসামরিক নাগরিকদের মৃত্যুর জন্য ন্যাটোও দায়ী: দেশটির উপপ্রধানমন্ত্রী
ইউক্রেনে চলমান সংঘাতে বেসামরিক নাগরিকদের মৃত্যুর জন্য ন্যাটোও আংশিকভাবে দায়ী বলে মন্তব্য করেছেন সেদেশের উপপ্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা। আজ (৩ মার্চ) বিবিসি রেডিও ৪-এর ওয়ার্ল্ড টুনাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, ইউক্রেনে সাধারণ মানুষের মৃত্যুর জন্য ন্যাটোও আংশিকভাবে দায়ী। কারণ ইউক্রেনের আকাশে নো-ফ্লাই জোন কার্যকর করতে রাজি হয়নি ন্যাটো।
আরও পড়ুন: বইমেলার ওয়েবসাইট চালু, থাকছে ভার্চ্যুয়াল ভ্রমণের সুযোগ
ওলহা স্টেফানিশিনা আরও বলেন, 'বেসামরিক জনগণ ও শিশুদের হত্যা করা হবে, তা জেনেও সিদ্ধান্ত না নেয়ার বিষয়টি অমানবিক। গতকাল জন্মগ্রহণ করে আজকে বাবা-মা হারানো শিশু দুটিসহ অন্য বেসামরিক নাগরিকদের রক্তে শুধু রাশিয়ানদের হাতই রঞ্জিত হয়নি।'
তিনি এখন বম্ব শেল্টারে বসে আছেন জানিয়ে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে কূটনৈতিক ভাষা বেছে না নেয়ার জন্য আগেই ক্ষমা চেয়ে নিয়েছেন।
আকাশসীমার কোনো অঞ্চলকে 'নো-ফ্লাই জোন' ঘোষণার অর্থ হলো সেখানে কোনো উড়োজাহাজ উড়তে পারবে না। সংবেদনশীল এলাকা যেমন- রাজপ্রাসাদ রক্ষা করতে কিংবা কোনো খেলার আয়োজনে অথবা বড় সমাবেশের ক্ষেত্রেও স্থায়ী বা অস্থায়ীভাবে নো-ফ্লাই জোন ঘোষণা করা হয়ে থাকে।
তবে সমর বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের আকাশসীমাকে নো-ফ্লাই জোন ঘোষণা করা হলে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সরাসরি যুদ্ধের আশঙ্কা তৈরি হবে। অর্থাৎ, ইউক্রেনকে নো-ফ্লাই জোন ঘোষণার অর্থ হলো রাশিয়ার কোনো উড়োজাহাজকে গুলি করে নামাতে হবে। এর ফলে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখছে পশ্চিমারা।
আরও পড়ুন: পরীক্ষার তারিখ ছাড়াই ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ
মার্কিন বিমান বাহিনীর সাবেক জেনারেল ফিলিপ ব্রেডলভ। তিনি ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ন্যাটোর সর্বোচ্চ মিত্রবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ফরেন পলিসি ম্যাগাজিনকে তিনি বলেন, 'আপনি যখন ঘোষণা দেবেন যে "এটি একটি নো-ফ্লাই জোন", তখন আপনাকে একটি নো-ফ্লাই জোনের জন্য যা যা কিছু প্রয়োজন হয় সবকিছুই প্রয়োগ করতে হবে।'
জেনারেল ফিলিপ জানান, নো-ফ্লাই জোন ঘোষণার জন্য ইউক্রেন পশ্চিমা বিশ্বের কাছে যে আহ্বান জানাচ্ছে তাতে আমি সমর্থন জানাই। তবে এটি অত্যন্ত গুরুতর সিদ্ধান্ত'। তিনি আরও জানান, 'এটি যুদ্ধের সমতুল্য। যদি আমরা একটি নো-ফ্লাই জোন ঘোষণা করি, তাহলে আমাদের সেনাদের শত্রুদের বিরুদ্ধে গুলি চালানোর প্রস্তুতি নিয়ে নামাতে হবে এবং আমাদের নো-ফ্লাই জোনকে বাস্তবায়ন করতে হবে।'