আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে ৪ মন্ত্রীকে পাঠাচ্ছে ভারত
ইউক্রেনে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করতে চার মন্ত্রীকে পাঠাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিভিন্ন সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে সহযোগিতায় ভারতের চার কেন্দ্রীয় মন্ত্রীকে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোতে পাঠাচ্ছেন মোদি। ভারতের বিশেষ দূত হিসেবে মন্ত্রী হরদীপ পুরি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরেন রিজিজু ও ভিকে সিং ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোতে যাবেন।
এনডিটিভি জানিয়েছে, প্রায় ১৬ হাজার ভারতীয় শিক্ষার্থী ইউক্রেনে আটকে পড়েছেন। এ সব শিক্ষার্থীরা সীমান্তে, বাঙ্কার, বোমা আশ্রয়কেন্দ্র ও হোস্টেলের বেসমেন্টে লুকিয়ে রয়েছেন। এছাড়া 'শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া একটি অগ্রাধিকার।' বলে মন্তব্য করেছেন মোদি।
এর আগে, সকালে ইউক্রেনে সঙ্কট ও দেশটি ত্যাগ করতে চাওয়া ভারতীয়দের উদ্ধারে শীর্ষ পর্যায়ের মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন নরেন্দ্র মোদি।
জানা যায়, রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে দেশটিতে আটকে পড়েন বিশ্বের বিভিন্ন দেশ থেকে পড়তে যাওয়া শিক্ষার্থীরা। ইউক্রেনের শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্যমতে, দেশটিতে প্রায় ১৮ হাজার ভারতীয় শিক্ষার্থী রয়েছে।
আরও পড়ুন: দুইদিনে জয় চান পুতিন
প্রসঙ্গত, বৃহস্পতিবার ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকেই ইউক্রেনের ওপর ক্ষেপণাস্ত্র বর্ষণ করতে শুরু করে রুশ সেনাবাহিনী। প্রথম দিনের যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় শহর খারকিভ এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চেরনোবিলের দখল নেয় রুশ বাহিনী।
এদিকে রোববার আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট নেটওয়ার্ক থেকে রাশিয়াকে বের করে দেয়ার সিদ্ধান্ত জানায় পশ্চিমাবিশ্ব। প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু ব্যাংককে এ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, কানাডা এবং যুক্তরাষ্ট্র এ সংক্রান্ত একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে বলে জানায় বিবিসি।