২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০০

কানাডার দোকান থেকে সরানো হচ্ছে রাশিয়ার ভদকা

কানাডার ওয়াইনশপ  © সংগৃহীত

ইউক্রেনে হামলার প্রতিবাদে কানাডার মদের দোকানগুলো থেকে সরানো হচ্ছে রাশিয়ার ভদকা। লড়াইয়ের তৃতীয় দিন এমন খবর পাওয়া গেছে বলে জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানিটোবা ও নিউফাউন্ডল্যান্ডের মদের দোকান সংশ্লিষ্টরা রাশিয়ার স্পিরিটজাতীয় পণ্য সরিয়ে ফেলার কথা জানিয়েছেন। কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশ অন্টারিও কর্তৃপক্ষ মদ নিয়ন্ত্রণ বোর্ডকে রাশিয়ার সব পণ্য সরানোর নির্দেশ দিয়েছে। রাশিয়ায় উৎপাদিত সব পণ্য সরানো হবে অন্টারিওর ৬৭৯টি দোকান থেকে।

২০২১ সালে রাশিয়া থেকে ৪৮ লাখ কানাডীয় ডলার মূল্যের অ্যালকোহলজাতীয় পানীয় আমদানি করে কানাডা। এর আগের বছর দেশটি রাশিয়া থেকে ৬৩ লাখ কানাডীয় ডলার সমমূল্যের অ্যালকোহল আমদানি করেছিল। কানাডার পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, দেশটিতে সবচেয়ে জনপ্রিয় মদজাতীয় পণ্যের মধ্যে ভদকা দ্বিতীয় অবস্থানে রয়েছে।

যুদ্ধের কারণে ফ্রান্সের ওয়াইনশিল্পও হুমকির মুখে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখা। তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন- গাজায় হামলার সময় ফিলিস্তিনের বিপক্ষে ছিলেন জেলেনস্কি

এদিকে ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার সাড়ে তিন হাজার সৈন্য হত্যা করেছে। এখন পর্যন্ত রাশিয়া ১৪টি যুদ্ধ জাহাজ, ৮টি হেলিকপ্টার, ১০৮টি ট্যাংক হারিয়েছে। এ তথ্য জানিয়েছে বিবিসি। তবে এসবের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। আজ সকাল থেকে রাজধানী কিয়েভ দখলে নিতে মরিয়া রাশিয়ার সেনারা। তারা কিয়েভ ঘিরে চারপাশ থেকেই আক্রমণ চালাচ্ছে। শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন সেনাবাহিনী। পাল্টা জবাব দিচ্ছেন তারা। তুমুল লড়াইয়ের মধ্যেই ইউক্রেনের মিত্ররাষ্ট্রগুলো অস্ত্র সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে।

যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। তিনি সামরিক বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও অস্ত্র নিয়ে প্রতিরোধ করার আহ্বান জানান। তিনি বলেন, ইউক্রেন আমাদের। রাশিয়া অন্যায়ভাবে আমাদের শহও গুড়িয়ে দিচ্ছে। আমরাও ছেড়ে কথা বলছি না। এখন পর্যন্ত অনেক রাশিয়ান সৈন্য হতাহত হয়েছে। আমাদের গোলাবারুদ প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক ভিডিওতে দেখা যায়, জেলেনস্কিও যুদ্ধক্ষেত্রে রয়েছেন। মাঝে মাঝে ভিডিও বার্তায় এসে সাহস যোগাচ্ছেন সবার।