২৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪২

সামরিক অভিযানের ঘোষণার পরই ইউক্রেনে বিস্ফোরণ

ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।  © সংগৃহীত ছবি

ইউক্রেনে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর, ইউক্রেন বলছে—রাশিয়া তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এরই মধ্যে হামলা চালিয়েছে। খবর বিবিসির।

জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত সেরগি কিসলিৎসিয়া বলেছেন, রাশিয়া ‘আমার দেশের সঙ্গে যুদ্ধ’ ঘোষণা করেছে। রুশ প্রেসিডেন্টের বরাতে রুশ রাষ্ট্রদূত তাঁকে এমনটি বলেছেন বলে জানান সেরগি কিসলিৎসিয়া।অন্যদিকে, ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, ইউক্রেনের রাশিয়ার ‘হামলা শুরু হয়ে গেছে।’

আরও পড়ুন: শিক্ষকের যৌন হয়রানির বিচার চেয়ে একাই দাঁড়ালেন জবি ছাত্রী

ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থানরত বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এবং ইউক্রেনের বিভিন্ন অঞ্চল থেকেও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

এক প্রত্যক্ষদর্শীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের সীমান্ত থেকে ওই প্রদেশের দূরত্ব বেশি নয়। এ ছাড়া কিয়েভের প্রধান বিমানবন্দরের কাছেও আজ বৃহস্পতিবার গুলিবর্ষণের খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।