ভ্যালেন্টাইনস উইক শুরু, আজ রোজ ডে
ভ্যালেন্টাইনস উইক (ভালোবাসা সপ্তাহ) শুরু হয় ভালোবাসা দিবসের এক সপ্তাহ আগে, যা ১৪ ফেব্রুয়ারি উদযাপিত হয়। এই সপ্তাহের প্রথম দিনটি ‘রোজ ডে’। এই দিন শুরু হয় গোলাপ দিয়ে।
প্রতি বছর ৭ ফেব্রুয়ারি ‘রোজ ডে’ (গোলাপ দিবস) পালনের মধ্য দিয়েই ভ্যালেন্টাইন উইকের শুরু। আজ (সোমবার) ‘রোজ ডে’ দিয়েই শুরু হলো ভালোবাসা সপ্তাহ।
প্রিয়জনের হাতে গোলাপ তুলে দেওয়ার দিন আজই। ভালোবাসার ফুল গোলাপ। তাই প্রিয়জনকে গোলাপ ফুল উপহার দেয়ার আগেই জেনে নিন কোন রঙের গোলাপের কী অর্থ রয়েছে।
বেগুনি গোলাপ: এই রঙের গোলাপফুলগুলো ‘প্রথম দেখা’ বা ‘প্রথম প্রেমে পড়ার অনূভুতি’ এর প্রতীক।
গোলাপী, হলুদ ও কমলা গোলাপ: এ রঙের গোলাপ গুলো রোমাঞ্চ, শ্রদ্ধা, বন্ধুত্বের প্রতীক।
সাদা গোলাপ: সাদা গোলাপ বিয়ের একটি ঐতিহ্যবাহী অংশ। তাই সাদা গোলাপ দেওয়ার মানে হচ্ছে বিয়ের জন্য প্রোপজ করা!
লাল গোলাপ: লাল গোলাপ সৌন্দর্য, প্রেম ও একে অপরের যত্ন নেয়ার অঙ্গীকারের প্রতীক।