০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৩

নবী দাবি করা ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ

ভুয়া নবী দাবি করা নাশাত  © সংগৃহীত

নিজেকে নবী দাবি করা লেবাননের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। লেবাননের রাজধানী বৈরুত থেকে তাকে গ্রেফতার করা হয়। এ খবর দিয়েছে লিবিয়ান এক্সপ্রেস। 

প্রতিবেদনে বলা হয়, লেবানিজ ওই ব্যক্তির নাম নাশাত মুন্থার। নাশাত তার সোশ্যাল মিডিয়া পেজে নিজেকে ‘নবী নাশাত মাজদ নুর’ বলে উল্লেখ করেন। তিনি নিজেকে আল্লাহর পাঠানো নবী বলে দাবি করেন। নাশাতের দাবি, তার অনুসারীরা তার ভেতর ‘আলো’র উপস্থিতি পেয়েছে। মিশরের টুইটার ব্যবহারকারীরা এই ব্যক্তিকে নিয়ে শোরগোল শুরু করার পর তাকে গ্রেফতার করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশটির স্টেট সিকিউরিটি অধিদফতর নাশাতকে বেশ কয়েকটি অভিযোগে গ্রেফতার করেছে। নিজেকে নবী দাবি করা, সাংবাদিকদের হুমকি দেয়া এবং ‘বন্ধু রাষ্ট্র’ মিশরের অসম্মান করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে এখন তদন্ত করা হচ্ছে।