তালেবানকে হুমকি দিলেন জো বাইডেন
মার্কিন নাগরিক মার্ক ফ্রেরিখসকে মুক্তি না দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে তালেবানকে হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন।
আফগনিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার সময় মার্ক ফ্রেরিখসকে অপহরণ করা হয়। এখনো তিনি মুক্তি পাননি। তার আগে তিনি এক দশক ধরে আফগানিস্তানে নানা প্রকল্পের সাথে যুক্ত ছিলেন। ইলিনয়ের বাসিন্দা মার্ককে অপহরণ করে আফগানিস্তানে বন্দি করে রাখা হয়েছে। তার মুক্তির জন্যই তালেবানকে হুমকি দিলেন বাইডেন।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: মেয়ে বিদেশে পড়তে যাওয়ায় পরিবারকে সমাজচ্যুত
বাইডেন বলেছেন, ‘তালেবানকে অবিলম্বে মার্ককে মুক্তি দিতে হবে। না হলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিতে বাধ্য হবে। তাকে মুক্তি দিলেই তালেবান আশা করতে পারে যে আমরা তাদের স্বীকৃতি দেয়ার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করব।’
বাইডেন জানিয়েছেন, ‘মার্কিন নাগরিকদের সুরক্ষা বিপন্ন করার কাজ সহ্য করা হবে না। আর এভাবে কাউকে বন্দি করে রাখা হলো নির্দয় ও ভীরুতার কাজ।’
আরও পড়ুন: বাড়তে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি
মার্কের বোন ওয়াশিংটন পোস্টে একটি লেখায় বলেছেন, মার্কিন সরকার হয় তার ভাইয়ের জীবন নিয়ে চিন্তিত নয়, অথবা তার জীবনের বিনিময়ে কোনো সওদা করেছে। আর একটা দিন যাওয়া মানে তাকে বিপদের মুখে আরেকটা দিন ফেলে রাখা।
এরপরই বাইডেন বলেছেন, ‘মার্কিন বা অন্য কোনো দেশের নাগরিকের জীবনকে এভাবে ঝুঁকির মুখে কেউ ফেলতে পারে না। মার্ককে মুক্তি না দিলে যুক্তরাষ্ট্র কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে। এ নিয়ে কোনো আলোচনার দরকার নেই। শুধু মার্ককে মুক্তি দেয়া দরকার।’
তবে তালেবান এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।