পালাতক বানর ধরতে মার্কিন পুলিশের অভিযান
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি গবেষণাগারে নেওয়ার পথে শ খানেক বানর বহনকারী একটি ট্রাক দুর্ঘটনায় পড়েছে। এসময় ট্রাক থেকে পালিয়ে গেছে চারটি বানর। যুক্তরাষ্ট্রের পুলিশ পলাতক এই চার বানরকে ধরতে তল্লাশী চালাচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে বানরবাহী ট্রাকটির সঙ্গে পেনসিলভানিয়ার একটি সড়কে ময়লার ট্রাকের সংঘর্ষ হয়। এতে কেউ আহত হয়নি। তবে কয়েকটি বানর পালিয়ে যেতে সক্ষম হয়।
আরও পড়ুন: শাবিপ্রবি ভিসিকে অপসারণের দাবি সংসদে
পুলিশ দুটি বানরের অবস্থান শনাক্ত করতে পেরেছে। কিন্তু কর্তৃপক্ষ এখনও তাদের ধরার চেষ্টা করছে। অপর দুটি বানর এখনও পলাতক।
পেনলিসভানিয়ার পুলিশ ট্রুপার আন্দ্রিয়া পেলাচিক মনটউর কাউন্টিতে পলাতক বানর ধরতে অভিযানের কথা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নির্ধারিত সময়েই পাঁচ ব্যাংকের পরীক্ষা
মার্কিন সংবাদমাধ্যম এনবিএস নিউজকে পুলিশের কর্মকর্তারা বলেছেন, ওই গাড়িতে ১০০টি বানর ছিল। দুর্ঘটনা ঘটলে কয়েকটি বানর বেরিয়ে পড়ে। ইতিমধ্যে স্থানীয় জনসাধারণকে বানরের বিষয়ে সতর্ক করে দিয়েছে পুলিশ। বানরের কাছ থেকে তাদের দূরে থাকতে বলা হয়েছে। কোথাও দেখা গেলে তৎক্ষণাৎ ৯১১ নম্বরে ফোন করে জানাতেও বলেছে পুলিশ।