বিয়ে করতে আংটি বদল করলেন দুই নারী চিকিৎসক
বিয়ে করতে আংটি বদল করেছেন দুই নারী চিকিৎসক। সারাজীবন একসঙ্গে চলার প্রতিশ্রুতি দিয়ে এই পদক্ষেপ নিয়েছেন তারা। এর আগে এক বছর ছিলেন কোর্টশিপে। এবার আংটি বদলের মাধ্যমে একে অপরকে আজীবনের বন্ধনে বাঁধতে চলেছেন।
ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। তাদের দুই জনের বাড়িই পশ্চিমবঙ্গে।সুরভি ও পারমিতা নামে এই দুই নারী ২০১৩ সাল থেকে প্রেমের বন্ধনে আবদ্ধ। যদিও ভারতে সমকামী সম্পর্কে আইনি বাধা নেই। তবে সমকামীদের বিয়ের ব্যাপারে কোনো আইনও নেই দেশটিতে।
পারমিতা ও সুরভির মতে, তাদের সম্পর্কটা আজীবনের। তাই এ সম্পর্ককে তারা পরিবার ও ঘনিষ্ঠদের সামনে স্বীকৃতি দিতে চাইছেন। পারমিতা ও সুরভির এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে তাদের পরিবারও।
আরও পড়ুন: ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে এইচএসসির ফল
সমপ্রেমী এই জুটি নিজেদের স্বীকৃতিকে সরকারি বৈধতার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তাদের পরিবারের পক্ষ থেকেও কখনও কোনও বাধা আসেনি বলে জানিয়েছেন হবু দম্পতি।
এই ব্যাপারে পারমিতা বলেন, “২০১৩ সাল থেকে বাবা জানতেন আমি নারীদের প্রতি আকৃষ্ট। সম্প্রতি আমি আমার মাকে বিষয়টি জানাই। তিনি প্রথমে শকড হলেও পরে সুরভির কথা শুনে আমাদের সম্পর্ক মেনে নেন। কারণ, তিনি আমাকে সুখী দেখতে চান।”
সুরভির পরিবারের পক্ষ থেকেও তার পছন্দ নিয়ে কোনও আপত্তি আসেনি। তিনি বলেন, “আমি কখনওই বলব না, বাড়িতে আমাদের সম্পর্ক নিয়ে আমাকে কোনও লড়াই করতে হয়েছে। বরং তারা অনেক আগে থেকেই আমার পছন্দ নিয়ে অবগত ছিলেন। বরং আমি পারমিতার কথা বাড়িতে জানালে ওঁরা খুব খুশি হন।”
আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে ওমিক্রন, ফের বন্ধ হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান
পেশায় মনোরোগ বিশেষজ্ঞ সুরভির মতে, সোশ্যাল স্টিগমা ভুলে নিজের পছন্দ-অপছন্দ আগে নিজেকে স্বীকার করতে হবে। দৃঢ়ভাবে তা অন্যের সামনে স্বীকার করারও সাহস আনতে হবে। তিনি জানান, “এমন অনেক মানুষ আমার কাছে আসেন যারা নিজেদের যৌন অভিযোজন নিয়ে সোচ্চার না হতে পারার কারণে দ্বৈত জীবনযাপনে বাধ্য হন। সমর্থন না পেয়ে মানসিকভাবে মারাত্নক সমস্যার মুখোমুখি হন বেশিরভাগ সমকামী মানুষ।”
আংটি বদল সেরে এবার গন্তব্য ছাদনাতলা। জমিয়ে বিয়ের প্ল্যানিংয়ে মেতেছেন এই প্রেমিকা জুটি। শিগগিরই গোয়ায় এবার চার হাত এক হবে দুই বাঙালি কন্যার।
সূত্র: নিউজ১৮, টাইমস নাউ নিউজ, এই সময়