জার্মান ভিসার জন্য শিক্ষার্থীদের ১০-১২ মাস অপেক্ষা করতে হবে: রাষ্ট্রদূত

রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার
রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার  © ফাইল ছবি

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার বলেছেন, জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বাংলাদেশ থেকে ভিসা চাওয়া শিক্ষার্থীদের কমপক্ষে ১০ থেকে ১২ মাস অপেক্ষা করতে হবে। কোনোভাবেই এর চেয়ে কম সময়ে হবে না।

গতকাল রবিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় আখিম ট্র্যোস্টার নিজের টুইটার একাউন্টের এক টুইট বার্তায় বলেন, করোনাভাইরাস মহামারীর কারণে ভিসা প্রক্রিয়াকরণের সময় দীর্ঘ হয়েছে।

আরও পড়ুন: ৩ মাসের এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে জার্মানি

করোনাভাইরাসের কারণে জার্মান দূতাবাসের কার্যক্রম কমিয়ে আনায় ভিসা পাচ্ছিলেন না জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে ইচ্ছুক অনেক বাংলাদেশি শিক্ষার্থী। তাদের মধ্যে অনেকে আবার ভর্তি হয়েও জার্মানিতে যেতে পারেনি।

আরও পড়ুন: ভিসা না পেয়ে দেশে আটকা পড়েছে জার্মানি পড়ুয়া ১৫০০ শিক্ষার্থী

নতুন বছরে জার্মানিতে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের অপেক্ষার অবসানের পাশাপাশি তাদের সেদেশে পড়তে যাওয়ার স্বপ্ন বাস্তব হতে যাচ্ছে- এমন আশা ব্যক্ত করে রাষ্ট্রদূত বলেন, আমাদের সহকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তবে ভিসা পেতে শিক্ষার্থীদেরকে কমপক্ষে আরও ১০-১২ মাস অপেক্ষা করতে হবে।


সর্বশেষ সংবাদ