লিঙ্গ বৈষম্য দূর করতে ছাত্রছাত্রীদের একই পোশাক
ভারতের ভালায়নচিরাঙ্গারা প্রাথমিক বিদ্যালয়ের ছেলেমেয়েদের জন্য একই ধরনের ইউনিফর্মের নিয়ম করা হয়েছে। ছাত্রছাত্রীরা হাঁটু পর্যন্ত লম্বা হাফপ্যান্ট ও শার্ট পরিধান করেছে। এমনকি তাদের পোশাকের রঙও একই। গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গার্ডিয়ানের ওই প্রতিবেদনে বলা হয়েছে, তিন বছর ধরে লিঙ্গবৈষম্যের ঊর্ধ্বে উঠে এভাবে সাবলীলভাবে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে ওই বিদ্যালয়ে। এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে নীরবে একটি বিপ্লবের সূচনা হয়েছে; যা এখন দক্ষিণ ভারতের কেরালা রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ছে।
১০ বছর বয়সী শিবানন্দ মহেশ বলেন, আমি এই পোশাকে খুবই রোমাঞ্চিত এবং স্বাচ্ছন্দ্য বোধ করি। পাশের বিদ্যালয়ে আমার বয়সী যারা পড়াশোনা করে, তাদের তুলনায় এটি একটি ভিন্ন। এই পোশাকে আমি দারুণভাবে খেলাধূলা করতে পারি।
আরও পড়ুনঃ ডেটিং অ্যাপের মাধ্যমে চলে অপহরণ ব্যবসা
ওই বিদ্যালয়ের দেখাদেখি কেরালায় ১২টির বেশি বিদ্যালয় একই পথে হাঁটছে। ওইসব বিদ্যালয়েও লিঙ্গবৈষম্যহীন পোশাকের প্রচলন করা হয়েছে।
নারী অধিকার নিয়ে কাজ করা বেশ কিছু সংগঠন এ ধরনের উদ্যোগের প্রশংসা করেছে। তারা বলছে, এ ধরনের লিঙ্গ বৈষম্যহীন পোশাক লৈঙ্গিক সমতা তৈরিতে সাহায্য করবে।
সূত্র: গার্ডিয়ান।