বুলগেরিয়ায় বাসে আগুন লেগে ৪৫ জনের মৃত্যু

  © ফাইল ছবি

বুলগেরিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই বাসটিতে আগুন ধরে যায়। স্থানীয় সময় মঙ্গলবার রাত দুইটায় দেশটির পশ্চিমাঞ্চলের বোসনেক গ্রামের একটি মহাসড়কে এই বাস দুর্ঘটনা ঘটে। বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছেন। এছাড়াও দগ্ধ অবস্থায় অন্তত ৭ জনকে রাজধানী সোফিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

বাসটি তুরস্ক থেকে মেসিডোনিয়ার দিকে যাচ্ছিল বলে জানা যায়। দুর্ঘটনার শিকারদের মধ্যে বেশিরভাগই উত্তর মেসিডোনিয়ার নাগরিক। এ ঘটনার পরপরই উত্তর মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী জোরান জাইভ বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন।

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, উত্তর মেসিডোনিয়া থেকে সোফিয়াগামী ওই টুরিস্ট বাসে ৫২ জন আরোহী ছিলেন। যাদের মৃত্যু হয়েছে, তাদের অন্তত ১২ জন অপ্রাপ্তবয়স্ক।


সর্বশেষ সংবাদ