বুরকিনা ফাসোতে পুলিশের ওপর হামলা, নিহত ৭

বুরকিনা ফাসোতে পুলিশ কর্মকর্তাদের উপর সন্ত্রাসীদের হামলা
বুরকিনা ফাসোতে পুলিশ কর্মকর্তাদের উপর সন্ত্রাসীদের হামলা  © ফাইল ফটো

উত্তর বুরকিনা ফাসোতে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় ৭ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১২ নভেম্বর) এই হামলার ঘটনা ঘটে বলে বুরকিনা ফাসোর সরকার এক বিবৃতিতে জানিয়েছে। খবর- রয়টার্স।

বিবৃতিতে জানা যায়, সুদূর উত্তর সাহেল অঞ্চলের ডোরি এবং এসসাকান শহরের মধ্যে আলকোমার কাছে নিরাপত্তার কাজে যাওয়ার সময় পুলিশ কর্মকর্তাদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা।

সরকারের দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলাকারীদের ধরতে নিরাপত্তা বাহিনীর তল্লাশী অভিযান আরো জোরদার করেছে।

প্রসঙ্গত, এখনও নাইজার এবং মালির সীমান্তবর্তী এলাকায় আল কায়েদা এবং ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কযুক্ত ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীগুলি সক্রিয় রয়েছে।

গত ১ নভেম্বর এক সন্ত্রাসী হামলায় ১০ সাধারণ লোক নিহত হয়। এর আগ গত ৩১ অক্টোবর একই ধরণের আরেকটি হামলায় চালায় সন্ত্রাসীরা। ওই হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হন।

এছাড়া আরেক হামলায় দেশটিতে আরও ৪৬ জন লোক নিহত হয়, যাদের মধ্যে ১৪ জন সেনা সদস্য ছিল।

এই ধরনের হামলা বুরকিনা ফাসোতে নতুন নয়। সন্ত্রাসীরা এরকম হামলা দেশটিতে প্রায়ই চালিয়ে আসছে।


সর্বশেষ সংবাদ