১১ নভেম্বর ২০২১, ১৪:১২

হোস্টেলে মেডিকেল ছাত্রীর ঝুলন্ত দেহ

মিনি ঘোষ  © সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে পিজি মেডিকেল কলেজের হোস্টেল থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে রাজ্যের মেদিনীপুর জেলার কোতোয়ালি থানার পুলিশ ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে।

মৃত মিনি ঘোষ (২৮) পিজি দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার কান্দির ঘোষবাটি গ্রামে।

পুলিশ জানিয়েছে, আত্মহত্যার কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তারা। মিনির ঘর থেকে বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। ওসবের মধ্যে আত্মহত্যার কারণ সংক্রান্ত কোনও কিছু রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তারা। 

পিজির শিশু বিভাগের প্রধান চিকিৎসক তারাপদ ঘোষ বলেন, মিনি খুব শান্ত মেজাজের ছিল। কোনও মানসিক চাপ থেকে ওই ঘটনা ঘটিয়েছে কিনা তা খোঁজ খবর নেওয়া হচ্ছে। বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে।

মিনির সহপাঠীরা জানায়, পেডিয়াট্রি (শিশু বিষয়) নিয়ে পড়াশুনা করছিল মিনি। রাজ্যে অনুষ্ঠিতব্য একটি সেমিনারের জন্যও প্রস্তুতি নিচ্ছিল সে। 

পুলিশকে মিনির বাবা বিনয় ঘোষ জানান, ছোট থেকেই মিনি পড়াশুনায় খুব ভাল ছিল। কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস করার পর মেদিনীপুর মেডিকেল কলেজে পেডিয়াট্রি বিভাগে পিজি কোর্স ভর্তি হয়।

এদিকে মৃত্যুর খবর পেয়ে মিনির পরিবারের লোকেরা মেদিনীপুর পৌঁছেছেন। ময়নাতদন্ত শেষে তার দেহ মুর্শিদাবাদের গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে মিনির পরিবারের লোকেরা।