নাইজেরিয়ায় বহুতল ভবনধস: নিহত ৬, নিখোঁজ শতাধিক
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২১, ০৬:১৮ PM , আপডেট: ০২ নভেম্বর ২০২১, ০৬:১৮ PM
নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসের ইকোয়ি শহরে নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসে পরে অন্তত ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও শতাধিক নিখোঁজের খবর দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
স্থানীয় সময় সোমবার সকালে (১ নভেম্বর) এই দুর্ঘটনার পর থেকে এখনও উদ্ধারকাজ চলছে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানাতে পারেনি লাগোস প্রদেশের জরুরী ব্যবস্থাপনা বিভাগ। ধসে পড়া ভবনটি ৩৬০ ডিগ্রি টাওয়ার নামে একটি ভবনের অংশ।
ধ্বসে পড়া ২২ তলা ভবনটির নিচে অসংখ্য লোক আটকা পড়েছে যাদের অধিকাংশই নির্মাণশ্রমিক বলে ধারণা করছেন উদ্ধারকর্মীরা। তবে ধসে পড়া ভবনটির নিচে ঠিক কত লোক আটকা পড়েছে তা নিশ্চিত করে বলতে পারছে না কেউ। এখন পর্যন্ত চার জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আটকে পড়াদের স্বজনরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, দুর্ঘটনার প্রায় ঘন্টাখানেক পরে উদ্ধারকাজ শুরু হয়।
এদিকে বেঁচে যাওয়া নির্মাণশ্রমিকরা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, এখনও তাদের বহু সহকর্মী ধসে পড়া ভবনের মধ্যে আছেন। গত দুই বছর ধরে এই ভবনের নির্মাণকাজ চলছিল জানিয়ে তারা বলেন, হঠাৎ করেই ঝাকুনি দিয়ে ভবনটি ধসে পড়ে। তখন ভবনটিতে অনেক শ্রমিক কাজ করছিলেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভবনটি নির্মাণ করছিল ‘ফোর স্কোর হোম লিমিটেড’ নামক একটি আবাসন প্রতিষ্ঠান। নাইজেরিয়া ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় তাদের আবাসন প্রকল্প রয়েছে।
ভবনধসের ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি। একই সাথে তিনি উদ্ধার তৎপরতা জোরদার ও সেবা কার্যক্রম বাড়ানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছেন।