শিক্ষকদের বেতন বাড়ানোর দাবিতে পার্লামেন্টে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষার্থীদের বিক্ষোভ  © সংগৃহীত

শিক্ষকদের বেতন বাড়ানোর দাবিতে পার্লামেন্টে ঢুকে বিক্ষোভ করেছেন কঙ্গোর শতাধিক স্কুল শিক্ষার্থী। একই দাবিতে গত দুই সপ্তাহ ধরে দেশটির স্কুল বন্ধ রেখেছে শিক্ষকরা। এর মধ্যেই আজ শনিবার শিক্ষার্থীরা এই অভিনব বিক্ষোব প্রদর্শন করেন।

জানা গেছে, চলতি মাসের শুরুতে বেতন ভাতা বাড়ানো, অবসরের বয়সসীমা সময় বেশ কিছু দাবি নিয়ে ধর্মঘটের ডাক দেন শিক্ষকরা। প্রায় এক মাস হয়ে গেলেও দাবি দাওয়া পূরণ না হওয়ায় শিক্ষার্থীরাও শিক্ষকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন।

সেই প্রেক্ষিতেই আজ নিজ নিজ স্কুলের ইউনিফর্ম পড়ে পার্লামেন্টে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা স্লোগান দেন আমরা পড়ালেখা করতে চাই।


সর্বশেষ সংবাদ