২৩ অক্টোবর ২০২১, ১৫:০৯

করোনার নতুন সংক্রমণ, ফের স্কুল বন্ধ চীনে

শিক্ষার্থী   © ফাইল ফটো

করোনা ভাইরাসের নতুন সংক্রমণ ছড়িয়ে পড়ায় আবারও স্কুল বন্ধ করে দিয়েছে চীন। একই সাথে দেশটিতে করোনার গণশনাক্ত পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি দেশটির ৫ পর্যটকের মধ্যে নতুন ধরণ শনাক্ত হওয়ায় এই নির্দেশনা দেয় কর্তৃপক্ষ।

জানা গেছে, চীনের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে গত পাঁচদিন ধরে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। নতুন এই সংক্রমণের সাথে এক দম্পতি জড়িত। তারা একদল পর্যটকের সঙ্গে ছিলেন। তাদের মাধ্যমেই সংক্রমণ ছড়িয়েছে।

সংক্রমণ বন্ধে ওই এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলোও বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া যেসন বাড়িতে করোনা আক্রান্ত ব্যক্তি রয়েছে তাদের অঙ্গন লকডাউন করা হয়েছে।