নাইজেরিয়ার বন্দুকধারীদের গুলিতে নিহত ৪৩ জন

গেল বছর নভেম্বরে উত্তর-পূর্ব নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের এভাবে গণকবর দেওয়া হয়
গেল বছর নভেম্বরে উত্তর-পূর্ব নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের এভাবে গণকবর দেওয়া হয়  © সংগৃহীত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় সোকোটো রাজ্যে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। সোমবার (১৮ অক্টোবর) রাজ্যটির গভর্নরের দফতর এক বিবৃতিতে একথা জানিয়েছে। খবর- রয়টার্সের।

গভর্নর আমিনু ওয়াজিরি টামবুওয়ারে উদ্বৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, রাজ্যের গোরোনিও এলাকার একটি সাপ্তাহিক হাটে গত রোববার হামলা শুরু করে দুর্বৃত্তরা। সোমবার সকাল পর্যন্ত চলে এ তাণ্ডব। হামলার পরে গোরোনিও জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত ৬০টি লাশের হদিস মিলেছে।

স্থানীয় বাসিন্দা ইলিয়াসু আব্বা জানান, হামলাকারীরা চারদিক থেকে ঘিরে ধরে হাটে থাকা লোকজনকে লক্ষ্য করে নির্বিচার গুলি শুরু করে। হাটের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ তাদের বাঁধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু হামলাকারীরা সংখ্যায় অনেক বেশি হওয়ায় তারা আর পেরে ওঠেনি।

গত কয়েক বছরে বন্দুকধারীরা নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বহু লোককে হত্যা করেছে। একই সাথে ঘটেছে মুক্তিপণের জন্য শিক্ষার্থীসহ শত শত জনকে অপহরণের ঘটনাও। নিরাপত্তা সংকট সামলাতে ওই অঞ্চলে টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করা সহ পুলিশের তৎপরতা বাড়িয়েছে সরকার। কিন্তু তারপরেও এই হামলার ঘটনা ঘটলো।

সোমবারের হামলার পর সোকোটোতে আরও নিরাপত্তা বাহিনী ও উপকরণ মোতায়েনের অনুরোধ জানিয়েছেন গভর্নর টামবুওয়াল।  


সর্বশেষ সংবাদ