বিশ্ববিদ্যালয়কে ৫০ মিলিয়ন ডলার অনুদান দিলেন সাবেক ছাত্র
যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক সাবেক ছাত্র মৃত্যুর আগে বিশ্ববিদ্যালয়ে ৫০ মিলিয়ন ডলার অনুদান দিয়ে গেছেন। যা টাকার অংকে ৪২৭ কোটি ৮৮ লাখ ৪ হাজার ৫০০ টাকা। বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে প্রাপ্ত অনুদানের মধ্যে এটিই সর্বোচ্চ। সাবেক ওই ছাত্রের নাম আর্লি ডি ক্যাথে। তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে ১৯৫০ সালে স্নাতক সম্পন্ন করেছেন। ক্যাথে ৯৩ বছর বয়সে ২০২০ সালে মারা যান।
এই অনুদানের অর্থ বিশ্ববিদ্যালয় কমিটি শিক্ষা ও ভর্তি সহায়তা ফান্ড, স্নাতক শিক্ষার্থীদের গবেষণা এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষামূলক ও গবেষণা কাজে ব্যয় করা হবে।
শিকাগো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, উপহারের সম্মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘ওডিসি স্কলারশিপ প্রোগ্রাম’র আওতায় ‘আর্লি ডি ক্যাথে ওডিসি চ্যালেঞ্জ’ নামে ২০ মিলিয়ন ডলার ব্যায়ে একটি ক্যাম্পেইন শুরু করেছে। এই স্কলারশিপের প্রোগ্রামের মাধ্যমে ৫ হাজার ৩ শত শিক্ষার্থীকে শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়াশোর সুযোগ তৈরি করে দিবে। এই প্রোগ্রামের পুরো অর্থ ব্যয় হবে শিক্ষার্থীদের গবেষণা সহায়তা, ভর্তি সহায়তা ও শিক্ষা ঋণ বাবদ। যে সকল শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনা করবেন বা বিদেশ থেকে যারা পড়তে যাবেন তাদেরকেও এই স্কলারপিশের আওতায় বৃত্তি দেওয়া হবে।
এর আগে ২০১২ সালে ক্যাথে তার চিকিৎসক বাবার আর্লি ডি ক্যাথে সিনিয়রের স্মরণে ১৭ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।
সেই উপহারের স্বীকৃতিস্বরূপ ক্যাম্পাসে চারটি স্পেস ক্যাথের নামে নামকরণ করে ছিল কর্তৃপক্ষ। ক্যাম্পাসের হার্পার মেমোরিয়াল লাইব্রেরির, হারপার রিডিং রুম এবং স্টুয়ার্ট নর্থ রিডিং রুম হয়ে ওঠে আর্লি ডি ক্যাথে লার্নিং সেন্টার এবং ক্যাথে ডাইনিং কমন্স এবং ক্যাথে হাউস।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছ, তার এই বিশাল অংকের উপহার এখানে পড়তে আসা পরবর্তী প্রজন্মের উপর প্রভাব ফেলবে। তার এই অনুদান বিশ্ববিদ্যালয়ের ‘হানা হলবর্ন গ্রে স্পেশাল কালেকশন রিসার্চ সেন্টারে’ যুক্ত করা হবে।