নোবেল পুরস্কার
অর্ধেকেরও বেশি ইউরোপে, সবচেয়ে কম ওশেনিয়ায়
- শফিক মিতুল
- প্রকাশ: ০৮ অক্টোবর ২০২১, ০৮:১৭ PM , আপডেট: ০৮ অক্টোবর ২০২১, ০৮:২৪ PM
কেউ বলে নিরপেক্ষ, কেউ বলে রাজনৈতিক। কিন্তু বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে সবাই বিবেচনা করে নোবেল পুরষ্কারকে। সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের করা উইল মেনে ১৯০১ সাল থেকে দেওয়া হচ্ছে এই পুরস্কার।
কিন্তু দেখা গেছে, এখন পর্যন্ত দেয়া নোবেল পুরস্কারের ৮৪ শতাংশই গেছে ইউরোপ ও আমেরিকায়, যেখানে বাকি চার মহাদেশ মিলে পেয়েছে মাত্র ১৩ শতাংশ। বাকী ৩ শতাংশ পেয়েছে আন্তর্জাতিক সংগঠনগুলো। সংবাদমাধ্যম আল-জাজিরা ১৯০১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দেয়া নোবেল পুরস্কারের হিসেব করে এই তথ্যই জানিয়েছে।
সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্যসাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার প্রদান করে নোবেল কমিটি। কিন্তু মোট হিসেবে দেখা যাচ্ছে পশ্চিমাদের ঘরেই বেশি উঠেছে নোবেল পুরস্কারের মেডেল।
আল-জাজিরার দেওয়া তথ্য মতে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি নোবেল পুরস্কার পেয়েছেন ইউরোপের নাগরিকরা। দেখা গেছে, এক ইউরোপেই গেছে মোট প্রদত্ত নোবেল পুরস্কারের অর্ধেকেরও বেশি, ৫২ শতাংশ। এরপরই ৩২ শতাংশ নিয়ে আছে উত্তর আমেরিকার অবস্থান।
তবে দেশ হিসেবে সবচেয়ে বেশি নোবেল পুরস্কার গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঝুলিতে। দেশটি এখন পর্যন্ত ২৮১ বার নোবেল পুরস্কারের তালিকায় নাম উঠিয়েছে। উত্তর আমেরিকার মধ্যে কানাডা ও মেক্সিকো যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকলেও নেই যুক্তরাষ্ট্রের ধারেকাছে। সেখানে ২১ বার পেয়েছে কানাডা, আর মাত্র ৩ বার পেয়েছে মেক্সিকো।
অন্যদিকে, ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি ৮৮টি নোবেল পুরস্কার পেয়েছে যুক্তরাজ্য। ৮৩ ও ৫৭টি পুরস্কার নিয়ে জার্মানি ও ফ্রান্স রয়েছে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে।
ইউরোপ-আমেরিকা বাদে বাকি চার মহাদেশ মিলে মোট নোবেল পেয়েছে মাত্র ১৩ শতাংশ। এদের মধ্যে ৭ শতাংশ নোবেল পুরস্কার গেছে এশিয়ার দেশগুলোতে। যেখানে ২৭ বার নোবেল পেয়ে পূর্বের দেশ জাপান আছে শীর্ষে। তার পরে আছে এশিয়ার দুই পরাশক্তি চীন (১২ বার) ও ভারতের (৯ বার) অবস্থান। দক্ষিণ এশিয়ায় থাকা বাংলাদেশে এখন পর্যন্ত মাত্র একবার মর্যাদাপূর্ণ এই পুরস্কার এসেছে।
আফ্রিকা ও ওশেনিয়া মহাদেশে নোবেল পুরস্কার গেছে যথাক্রমে ৩ ও ২ শতাংশ করে। সেখানে ৯ বার নোবেল পেয়ে শীর্ষ দেশ দক্ষিণ আফ্রিকা। এর পর রয়েছে মাশরেক দেশ মিশর (৬ বার) আর পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া (৩ বার)।
আর মোট প্রদত্ত নোবেল পুরস্কারের মাত্র ১ শতাংশ পেয়ে সবচেয়ে তলানিতে আছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের মহাদেশ দক্ষিণ আমেরিকা। এই মহাদেশে মাত্র ৪ বার নোবেল গেছে চে গুয়েভারার জন্মভূমি আর্জেন্টিনায়। আর দীর্ঘদিন সামরিক শাসনের অধীনে থাকা চিলি আর গেরিলাদের সাথে নিয়ত লড়াই করা কলম্বিয়ায় নোবেল পুরস্কার গেছে মাত্র ২ বার করে।
উপরের তথ্যগুলোই বলছে, বিশ্বজুড়ে নোবেল পুরস্কার বিতরণে রয়েছে প্রচুর পরিমাণে বৈষম্য।