এবার মাদক বিরোধী অভিযান হতে পারে শাহরুখের বাড়িতে

শাহরুখ খানের বাংলো ‘মান্নাত’
শাহরুখ খানের বাংলো ‘মান্নাত’  © সংগৃহীত

পুত্র আরিয়ান খানকে মাদক সেবনের অভিযোগে গ্রেফতারের পর শাহরুখ খানের বাংলো ‘মান্নাত’-এ অভিযান চালাতে পারে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (এনসিবি)। খবর অনুযায়ী, বান্দ্রায় অবস্থিত কিং খানের প্রাসাদোপম বাংলো ‘মান্নাত’এ তল্লাশি চালাতে এনসিবি’র এক বিশেষ দল গঠন করেছে।

গত রবিবার (৪ অক্টোবর) মাদককাণ্ডে গ্রেফতার করা হয়েছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। শনিবার মাঝরাতে মাঝ সমুদ্রে উদ্দাম চলছিল ‘রেভ পার্টি’। আর এই পার্টি থেকেই শনিবার রাতে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আটক করেছিল এনসিবি। ওই গোয়াগামী প্রমোদতরী থেকেই মাদক-সহ আটক করা হয় ৮ জনকে। অবশেষে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গত রবিবার তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা।

জানা গেছে, গ্রেপ্তারের পর এনডিপিএস ধারা অনুযায়ী যদি প্রয়োজন পড়ে, তাহলে অভিযুক্ত ব্যক্তির বাসায় এনসিবি অভিযান চালাতে পারে। তাই ‘মান্নাত’–এ এনসিবির অভিযান হওয়ার আশঙ্কা প্রবল।

আরিয়ানের ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্ট কোথা থেকে মাদক পান, এর সন্ধান পেয়ে গেছে এনসিবি। এখনো বিভিন্ন স্থানে এনসিবির অভিযান চলছে। এ মামলায় আরও অনেকে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা আছে।

শাহরুখ খানের ছেলে আরিয়ান এনসিবির হেফাজতে আছেন। আরিয়ানের আজ জামিন হওয়ার সম্ভাবনা আছে।


সর্বশেষ সংবাদ