কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আটক

প্রিয়াঙ্কা গান্ধী
প্রিয়াঙ্কা গান্ধী  © সংগৃহীত

ভারতে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশ। সোমবার (৪ অক্টোবর) সকালে রাজ্যের লখিমপুরের খিরিতে নিহত চার কৃষকের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তাকে আটক করে রাজ্য পুলিশ। খবর এনডিটিভির।   

জানা যায়, রবিবার (৩ অক্টোবর) উত্তরপ্রদেশের লখিমপুরে কৃষকদের শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন চলছিল। সেই সময়ে ওই রাস্তা দিয়েই যাচ্ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয়​মিশ্রের গাড়িবহর। কৃষকদের অভিযোগ, তাদের ভিড় দেখেও মন্ত্রী তার গাড়ি না দাঁড় করিয়ে চলে যায়। এসময় বহরে থাকা ওই মন্ত্রীর ছেলের চালানো গাড়ির চাকায় পিষ্ট হয়ে চার কৃষকের মৃত্যু হয়।

এই ঘটনার পরে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। দিনভর লখিমপুরে চলে বিক্ষোভ। আজ সোমবার দলের অন্য নেতাদের নিয়ে নিহত সেই চার কৃষকের পরিবারের সঙ্গে দেখা করতেই যাচ্ছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তাকে আটক করে উত্তরপ্রদেশ পুলিশ।

কংগ্রেস জানিয়েছে, লখিমপুরে যাওয়ার পথিমধ্যে পুলিশ গাড়ি আটকানোর পর পায়ে হেঁটেই সেখানে দিকে রওনা হন প্রিয়াঙ্কা। দফায় দফায় তার লখিমপুর যাওয়ার পথে বাধা দেওয়া হয়। এক পর্যায়ে হরগাঁও থেকে গ্রেফতার করা হয় প্রিয়াঙ্কা গান্ধীকে।

লখিমপুর খিরি যাওয়ার পথে প্রিয়াঙ্কা গান্ধী রবিবারের ঘটনার কথা বর্ণনা করে বলেন, ‘এই দেশে কৃষকদের যেভাবে পদদলিত করা হচ্ছে, তাতে আমার কোনও নিন্দার ভাষা নেই। কয়েক মাস ধরে, কৃষকরা তাদের আওয়াজ তোলার চেষ্টা করছে, কিন্তু সরকার শুনতে প্রস্তুত নয়। আজকের ঘটনা দেখালো যে, এই সরকার কৃষকদের পিষে ফেলার রাজনীতি করছে। তবে এই দেশ কৃষকদের দেশ।’

এদিকে, মন্ত্রী অজয় মিশ্রের দাবি, তার ছেলে গাড়িবহরে ছিল না। থাকলে তাকে পিটিয়ে মেরে ফেলতো কৃষকরা।


সর্বশেষ সংবাদ