ক্লাসে যাওয়ার অনুমতি মিলছে না কাবুল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৩ AM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৩ AM
আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে যতক্ষণ পর্যন্ত ইসলামি পরিবেশ তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নারীদের সেখানে ক্লাস বা কাজ করার অনুমতি দেওয়া হবে না।
তালেবান নিযুক্ত বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মোহাম্মদ আশরাফ ঘাইরাত সোমবার এ ঘোষণা দেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যশ সিএনএন।
ঘাইরাত টুইটারে বলেছেন, ‘যতক্ষণ না প্রকৃত ইসলামি পরিবেশ সবার জন্য প্রদান করা হয়, ততক্ষণ পর্যন্ত নারীদের বিশ্ববিদ্যালয়ে আসতে বা কাজ করতে দেওয়া হবে না। ইসলাম প্রথম।’
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের শিক্ষাদানের জন্য পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। ছাত্রীদের শিক্ষার জন্য একটি ইসলামি পরিবেশ তৈরি হবে।
গত আগস্টের মাঝামাঝি কাবুল দখল কলে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের কথা জানায় তালেবান। শুরুতে নারী অধিকার বাস্তবায়ন নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও ক্রমেই পরিস্থিতির অবনতি হয়। এমনকি তালেবান সরকারে নেই কোনও নারী সদস্য।